দুপচাঁচিয়ায় ২জনের গৃহিত স্যাম্পলে করোনাভাইরাস পাওয়া যায়নি

দুপচাঁচিয়া পৌর এলাকার মন্ডলপাড়া মহল্লার ইসমাইল হোসেনের ছেলে ফেরদৌস হোসেন ও জয়পুরপাড়া মহল্লার শাহীন আলমের স্ত্রী তিথী বেগমের করোনা উপসর্গ সন্দেহে গৃহিত স্যাম্পল পরীক্ষা করে তাদের দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কুদ্দুস মন্ডল বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে জানান, শুধুমাত্র শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার খিহালী উত্তরপাড়া গ্রামের মৃত ব্যক্তি মোকছেদ আলীর গৃহিত স্যাম্পলের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের সহায়তায় মৃত মোকছেদ আলী বাড়ী সহ ওই গ্রামের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।