শিবগঞ্জে প্রশাসনের করোনা পরিস্থিতি নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে সামাজিক দুরুত্ব বজায় রেখে এক জরুরি সভা অনুিষ্ঠত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা শহিদ হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। আরো বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন নয়ন, কৃষি কর্মকর্তা আল-মোজাহিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, হিসাব রক্ষন কর্মকর্তা মোকছেদ আলী, সমাজ সেবা কর্মকর্তা সামিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, খাদ্য নিয়ন্ত্রক কামাল উদ্দিন সরকার, জন স্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল হামিদ, একটি বাড়ি একটি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মাহফুজার রহমান প্রমুখ।