টাঙ্গাইলে আরও ৫ জন করোনায় আক্রান্ত, চার গ্রাম লকডাউন
টাঙ্গাইলে নতুন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ভূঞাপুরে তিনজন, মধুপুরে ১ জন ও নাগরপুরে ১ জন রয়েছেন। এ নিয়ে টাঙ্গাইলে মোট ৭ জন করোনায় আক্রান্ত হলো।
আক্রান্তরা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এ ঘটনায় ভূঞাপুরের জিগাতলা, সাফলকুড়া, মধুপুরের অরনখোলা, ও নাগরপুরের খাগুরিয়া লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে মুঠোফোনে নতুন ৫ জন আক্রান্তের তথ্য জানানো হয়। এর আগে দুপুরে এই ৫ জনসহ মোট ৭০ জনের নমুনা জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল।
তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ২৮৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ঢাকা থেকে ২১৫ জনের পূর্ণাঙ্গ রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন ছিলেন করোনা পজিটিভ। বাকি সবগুলো নেগেটিভ ছিল। আর আজকে আরও ৫ জনের আক্রান্তের বিষয়ে জানানো হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, এখন পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে মোট ৭ জন মৃত্যুবরণ করেছে। তাদের সবার রিপোর্টই নেগেটিভ এসেছে।
উল্লেখ্য, এর আগে জেলায় মির্জাপুর ও ঘাটাইলে দুই ব্যক্তি করোনা আক্রান্ত হন। তাদের মধ্যে মির্জাপুরে আক্রান্ত ব্যক্তির নমুনা টাঙ্গাইল থেকে পাঠানো হয়েছিল। আর ঘাটাইলে আক্রান্ত ব্যক্তি ঢাকার আইইডিসিআরে নমুনা দিয়েছিলেন। তাদের দুজনকেই ঢাকার বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৭৫৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৩ জন, আইসোলেশনে আছেন ২ জন।

অনলাইন ডেস্ক