মানুষের চাপ কমাতে হিলির কাঁচা বাজার স্থানান্তর
করোনা ভাইরাস সংক্রমন রোধে দিনাজপুরে হাকিমপুর হিলি উপজেলা প্রশাসন ও পৌরহাট কমিটি সিদ্ধান্ত অনুযায়ী শান্তি মোড় কাস্টমস মাঠের খোলা জায়গায় সোমবার সকাল থেকে সবজি বাজার,মাছ-পান-সুপারি দুপুর ১ টা পর্যন্ত বেচাকেনা শুরু। সামাজিক দূরুত্ব বজায় রাখতে মানুষজনের চাপ কমাতে এই সিদ্ধান্ত।
শান্তি মোড় কাস্টমস মাঠে এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,ইউএনও আব্দুর রাফিউল আলম, হাকিমপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আখিউল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ওসি আব্দুর রাজ্জাক আকন্দ, সেনা সদস্য ও বাংলা হিলি খাসমহল হাট ও বাজারের সাধারণ সম্পাদক আরমান আলী প্রধানসহ অনেকে।
উপজেলা চেয়ারম্যান হারুন জানান, দ্রুত খুচরা সবজি বিক্রেতাদের জন্য যা যা প্রয়োজন তাই করে দেয়া হবে। পাশাপাশি ক্রেতারা নির্বিঘ্নে যেন কেনাকেটা করতে পারে সে পরিবেশ বজায় রাখার সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন,শহরের সবজি বাজার,পান সুপারি,মাছ দোকান গুলোতে কোন ভাবে মানুষের ঢোল কমানো যাচ্ছে না। তাই সামাজিক দূরুত্ব বজায় রাখার জন্য হিলি শান্তি মোড় কাস্টমস খোলা মাঠে কেনাকাটা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

হিলি (দিনাজপুর)