৩৬’শ পরিবারকে খাদ্যসামগ্রী দিলো বিএনপি
.jpg)
করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে চলমান লকডাউনে দিনাজপুরের চার উপজেলায় ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিএনপি ।
রোববার সকাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সহযোগিতায় জেলার হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার অসহায় ও দুস্থ্র ৩,৬০০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও লবন বিতরণ করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে এই চার উপজেলার বিএনপির নেতা-কর্মীরা এসব খাদ্য সামগ্রী অসহায় ও দুস্থ মানুষের হাতে তুলে দেন। আবার অনেকের বাড়ী বাড়ীতে গিয়েও তারা খাদ্য সামগ্রীর প্যাকেট পৌছে দেন।