আত্রাইয়ে ১৫ জনের নমুনা সংগ্রহ

নওগাঁর আত্রাইয়ে করোনা সন্দেহে ১৫জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হওয়ায় তাদের নমুনা সংগ্রহ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ১৫জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ল্যাবে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এদের মধ্যে ৯জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। বাঁকী ৬জনের রিপোর্ট এখানোও আসেনি।
এছাড়া ভারত থেকে আসা একজনসহ ঢাকা-নারায়ণগঞ্জ থেকে আসা ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি বলেন, করোনা ভাইরাসের উপসর্গ (জ্বর, সর্দি, কাশি, শ্বাসকস্ট) দেখা দিলে আমরা তার নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দিব। ভয়ের কোন কারন নাই । তিনি সকলকে মনে সাহস রেখে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।