কাস্টমস মাঠে হিলির কাঁচা বাজার
করোনা ভাইরাসরে সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনা-কাটা করতে হিলির কাঁচা বাজার শান্তির মোড় কাষ্টমসের ফাঁকা জায়গায় শুরু করা হয়েছে।
আজ সোমবার সকাল থেকে বলো ১টা র্পযন্ত প্রতিদিন চলবে এই কাঁচা পণ্যর বাজার। স্থানীয় লোকজন তাদের জরুরী প্রয়োজনে সামাজিকক দুরুত্ব বজায় রখেে কাঁচা তরিতরকারী কিনতে পারবে এইকাঁচা বাজার থেকে।
হাকিমপুর উপজলো নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম জানিয়েছেন, হিলি বাজারে সামান্য লোক সমাগম হলে অনেকে ভির জমে যায়। এতে করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি বেড়ে যায়। সামাজকি দুরুত্ব বজায় রেখে স্থানীয়রা যাতে তাদের জরুরী প্রয়োজনে কাঁচা তরিতরকারী কিনতে পারে সইে লক্ষ্যে এই ব্যাবস্থা নেয়া হয়েছে।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি