করোনার এই সময়ে অসহায় জনগণের পাশে দাঁড়াতে পারছেন না বগুড়ায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানরা

করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর দেশের এ ক্রান্তিকালে বগুড়ার উপজেলা পরিষদের অধিকাংশ মহিলা ভাইস চেয়ারম্যানরা দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছেন না। সরকারিভাবে কোন বরাদ্দ না থাকায় তারা ত্রাণ নিতে ছুটে আসা নারী-পুরুষদের জন্য ব্যক্তিগত সহায়তা ছাড়া তেমন কিছু করতে পারেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের বরাদ্দের খাদ্য সহায়তা এলাকায় গিয়ে বিরতণ করছেন। কোন কোন এলাকায় তাদের সাথে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের রাখা হলেও অধিকাংশ মহিলা ভাইস চেয়ারম্যান বঞ্চিত হচ্ছেন। জনগণকে চাহিদামত কিছু দিতে না পারায় তারা ভাইস চেয়ারম্যানদের ভর্ৎসনা ও ভোটের উপমা দিচ্ছেন। এতে তারা লজ্জিত ও অসহায়বোধ করছেন। ভুক্তভোগী মহিলা ভাইস চেয়ারম্যানরা তাদের জন্য আলাদা বরাদ্দ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তবে কোন কোন এলাকার উপজেলা চেয়ারম্যান অভিযোগ করছেন, নির্বাহী কর্মকর্তারা জেলা থেকে পাওয়া বরাদ্দ নিজেরাই বিতরণ করছেন। এখানে তাদের সম্পৃক্ত করা হচ্ছেনা।
বগুড়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া খাতুন রিক্তা জানান, বিএনপি-জামায়াত অধ্যুষিত সদর এলাকায় নির্বাচিত হন। এলাকার ভোটার তথা জনগণের সুখে-দুখে পাশে থাকতে গত এক বছর আগে শপথ নেন। তাদের কাগজে-কলমে প্যানেল চেয়ারম্যান ও বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। অথচ ওইসব কমিটির নিয়মিত সভা হয়না। মহিলা ভাইস চেয়ারম্যানদের কাছে শুধু স্বাক্ষর নেয়া হয়।
হাট-বাজার ইজারা, টেন্ডার, নিয়োগ কোন কাজে তাদের সম্পৃক্ত করা হয়না। চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা কোথায় কোন কাজ করছেন; তা দেখার অধিকারও নেই। তাদের কাজের ব্যাপারে খোঁজ-খবর নেবার চেষ্টা করলে তারা রুষ্ট হন। মহিলা ভাইস চেয়ারম্যানদের জন্য নারী উন্নয়ন ফোরাম নামে কমিটি ও তাদের কাজের জন্য উপজেলার বাৎসরিক বাজেটের শতকরা ৩ ভাগ বরাদ্দের কথা থাকলেও তা সব উপজেলায় করা হয়নি।
তিনি আরো জানান, সম্প্রতি দেশে করোনাভাইরাসের কারণে অসহায় দুস্থ মানুষরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের অধিকাংশের ঘরে খাবার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তারা সরকারি বরাদ্দ পৌরসভা এবং ইউনিয়নে বিতরণ করছেন। সমন্বয়ের মাধ্যমে কোন এলাকায় চেয়ারম্যানকে সম্পৃক্ত করা হলেও অধিকাংশ এলাকায় মহিলা ভাইস চেয়ারম্যান বঞ্চিত হচ্ছেন। অনুরোধ করার পরও বরাদ্দের কোন অংশ মহিলা ভাইস চেয়ারম্যানদের দেয়া হচ্ছেনা।
এমনকি ত্রাণ বিতরণের সময় তাদের ডাকাও হয়না। অনেক মানুষ ভাইস চেয়ারম্যানদের বাড়িতে ত্রাণের জন্য ছুটে আসছেন। তাদের সাধ্যমত ব্যক্তিগত ও বিভিন্ন হিতাকাংখিদের কাছে নেয়া সহায়তা থেকে দেয়া হচ্ছে। সবাইকে ও চাহিদামত সহায়তা দিতে না পেরে তারা ক্ষোভ প্রকাশ এবং ভোটের উপমা দিচ্ছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান ফোন না ধরায় এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু জানান, ত্রাণ বিতরণে নির্বাহী কর্মকর্তা তাকে সম্পৃক্ত করছেন না। ব্যক্তিগতভাবে ৮ শতাধিক মানুষকে সহায়তা দিয়েছেন।
সোনাতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসি রুম্পা জানান, করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষকে সহায়তা দিতে উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা কোন বরাদ্দ দিচ্ছেন না। এমনকি তারা তাকে সাথেও নিচ্ছেন না। তিনি দু:খ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নেবার চেষ্টা করছেন। বাস্তবে অসহযোগিতার কারণে তারা এগিয়ে যেতে পারছেন না। তিনি আরো বলেন, এখন ভোট করা লজ্জাজনক কাজ মনে হচ্ছে।
কাহালু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশন আকতার জানান, চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা তাদের অবমূল্যায়ন করছেন; কোন কাজে সাথে নেননা। নারী উন্নয়ন ফোরামের কমিটি করা হলেও বরাদ্দ দেননা। সারিয়াকান্দি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম জানান, উপজেলা পরিষদ থেকে তাকে কোন বরাদ্দ দেয়া হয়নি। ত্রাণ বিতরণে সাথেও নেয়া হচ্ছেনা।
একই ধরনের মন্তব্য করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মহিলা ভাইস চেয়ারম্যান। তারা সকলে জনগণের পাশে দাঁড়াতে তাদের আলাদা বরাদ্দ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।