বিরামপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১ ও ৪ জন আহত হয়েছে। এঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তি বিরামপুর উপজেলার ভবানিপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর বাকি (৬৫)। আহতরা, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান, আব্দুল লতিফ, শহিদুল ইসলাম, এদের মধ্যে মোস্তাফিজুর ও মনিরুজ্জামানের অবস্থা আশংকা জনক।
ঘটনাটি ঘটে সোমাবার (১৩ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলা ভবানিপুর গ্রামে।
নিহত আব্দুল বাকির ভাই শহিদুল ইসলাম বলেন, আমার ভাইয়ের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী এমদাদুল হকের সাথে মামলা চলছিলো। তারি জের ধরে সোমবার দুপুরে আমার ভাতিজা তাদের জমি ঘিরতে গেলে এমদাদুলসহ তাদের লোকজন বাধা দেয় এবং জমির বেড়া ভেঙে দিয়ে তাকে মারধর শুরু করে। আমরা সংবাদ পাওয়ায় সেখানে ছুটে গেলে এমদাদুলের দল আমাদের উপর আক্রমণ করে। তাদের কাছে থাকা রামদা, কুড়াল, শাবল, হাসুয়া ও রড দিয়ে বড়ভাই বাকিসহ আমাদের আঘাত করতে শুরু করে। গ্রামবাসী আমাদের ৫ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ককরে বিরামপুর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে ডাক্তার ৫ জনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফাট করেন। পরে রাত ১১ টায় আমার ভাই বাকি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনী জানান, জমি নিয়ে বহুদিন যাবৎ তাদের মধ্যে মামলা চলছিলো। তারি জের ধরে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে প্রতিপক্ষে আঘাতে আব্দুর বাকিসহ ৫ আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তাদের অবস্থা গুরুতর হওয়ায়,উন্নত চিকিৎসার জন্য কর্মরত ডাক্তার তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে রাত ১১ টায় আব্দুল বাকি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরও জানান, এবিষয়ে থানায় মামলা দায়েরসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হিলি (দিনাজপুর)