বগুড়ার মাটিডালীতে ছ' মিলের করাতের সাথে ধাক্কা লেগে ছ' মিল মিস্ত্রির মৃত্যু

মঙ্গলবার ভোরে বগুড়া সদরের মাটিডালী বাজারে ছ' মিলের করাতের সাথে ধাক্কা লেগে ১ মিস্ত্রির মৃত্যু এলাকায় শোকের ছায়া।জানা গেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিযনের দণি শ্যামপুর গ্রামের মজিবর রহমানের পুত্র আলম (৩০) করোনা ভাইরাসের কারনে ভোরে কাটনার পাড়ার বুলু মিয়ার মাটিডালী বাজারের পাশে ছ' মিলে কাঠ কাটার সময় করাতের সাথে ধাক্কা লাগলে তার মাথার এক পাশে ও একটি হাত কেটে যায়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে ঢাকায় নেওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুর নামক স্থানে গাড়ীর মধ্যেই তার মৃত্যু হয়। ছোট এক সন্তানের পিতা আলমের মৃত্যুর সংবাদ বাড়ীতে পৌছিলে এক শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য যে করোনা ভাইরাস ও পুলিশের আতংকে কিছু লোভী ছ”মিল মালিকগন রাতের অন্ধকারে সাধারণ শ্রমিকদের দিয়ে কাজ করে নিচ্ছে। আলমও সেই মালিকের স্বীকার। এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।