গাইবান্ধায় আরও ৪ জনের করোনা শনাক্ত
গাইবান্ধায় আরও চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৩ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি গেছেন এবং বাকিরা আইসোলেশনে রয়েছেন।
আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, নতুন করে যে চারজনের করোনা শনাক্ত হয়েছে, তারা সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে এসেছেন। ওই চারজনের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায়।
এর আগে মঙ্গলবার গাইবান্ধার দুইজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। তাদেরে একজন সাদুল্লাপুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া আমেরিকা প্রবাসী করোনায় আক্রান্ত মা ও ছেলের সংস্পর্শে আসা এবং অপরজন জেলার সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামে ঢাকাফেরত এক ব্যক্তি।
এছাড়াও জেলার ৭ উপজেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১২৮৩ জন।

অনলাইন ডেস্ক