ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ছরিলদা গ্রামের শাহিন মাতুব্বর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার হারুন মাতুব্বরের ছেলে।
গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওই যুবক গত ১০দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও থানায় জানানো হয়।
চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ওই পরিবারটি নিহতের এ ধরনের উপসর্গ ছিলো এটা গোপন করে রেখে ছিলেন। আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানিয়েছি।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান জানান, মৃতের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। আর নিয়ম অনুযায়ী প্রশাসনের তত্ত্বাবধানে তার লাশ দাফনের ব্যবস্থা করা হবে।

অনলাইন ডেস্ক