সাতকানিয়া উপজেলা লকডাউন ঘোষণা
করোনাভাইরাস সংক্রমণ রোধে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা লকডাউনে ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন কার্যকর হবে।
দুপুরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবারক হোসেন জানান, আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাতকানিয়া উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
করোনাভাইরাস দ্রুত সংক্রমিত হওয়ায় সাতকানিয়া উপজেলা লকডাউন করা হয়েছে।
চট্টগ্রামের মোট ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে ৮ জনই সাতকানিয়া উপজেলার। এর মধ্যে এক বৃদ্ধ করোনা ভাইরাসে মারা যান।

অনলাইন ডেস্ক