শেরপুর জেলা লকডাউন ঘোষণা
করোনাভাইরাসের বিস্তৃতি রোধে শেরপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তে বুধবার রাতে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনকালীন সময়ে জাতীয়, আঞ্চলিক/মহাসড়ক ও নৌপথে বা অন্য কোনও জেলা থেকে শেরপুর জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়াও সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহন এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে শেরপুর জেলার ওপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃযোগাযোগ লকডাউনের আওতার বাইরে থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার রাত ১০টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন ডেস্ক