ঝড় করোনা ও লকডাউনের ঝু্ঁকিতে হিলি পল্লীবিদ্যুৎ কর্মীরা
ঝড়, করোনা ভাইরাসের আতঙ্ক ও লকডাউনের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন দিনাজপুরের হিলি পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের কর্মীরা।
করোনা ভাইরাসে যখন একর পর এক মৃত্যুর ছোঁবল মারছে, তখনও তারা মৃত্যুর কথা না ভেবেই জীবন বাজি রেখে বুধবার সকাল থেকে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যুতের খুটিতে উঠে কাজ করে যাচ্ছে এই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা।
লাইম্যান মানিক বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দিনাজপুর জেলাসহ হিলিকে লকডাউন করা হয়েছে, মানুষ এখন ঘরবন্দি রয়েছে। বিদ্যুৎ ছাড়া সকলেই অসহায়। চাকুরীর দায়িত্বের চেয়েও বেশী দায়িত্ব হলো এ সংকটময় মুহুর্তে মানুষের বাড়ীতে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত রাখা। মাথার ওপর করোনা ভাইরাসের ঝুঁকি, তবুও ভয় কে জয় করে দিন-রাত কাজ করে যাচ্ছি মানুষের সেবায়। এ সমস্যা মোকাবেলায় মাঠে রয়েছি আমরা বিদ্যুতের লাইনম্যানসহ ১১ জন কর্মী।
হিলি সাব জোনাল অফিসার ইনচার্জ এজি এম মোঃ সাইদুর রহমান জানান, চাকরী’র দায়িত্বের চেয়েও বেশী দায়িত্ব হলো এ সংকটময় মুহুর্তে মানুষের বাড়ীতে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত রাখা।
তিনি আরো বলেন আমি হিলিতে থাকি, পরিবার সদস্যরা গ্রামের বাড়িতে থাকে সারাক্ষণ বৃদ্ধ মা-বাবা কে সব সময়াই তো মনে পড়ে তবুও কাজ করে যাচ্ছি সবার ঘরে আলো নিশ্চিত করতে। কারন পরিবারের চেয়ে দায়িত্বটা অনেক বেশী। মাঝে মধ্যে ফোনে কথা হয়।
দেশের জন্য তবুও কাজ করে যাই। অফিসের সবাই কাজ করছেন আমাদের সবার ল্য সেচ ও সংকটময় না পড়ে। যে কোন বিদ্যুতের সমস্যই ফোন করে জানান হিলি পল্লী বিদ্যুৎ জরুরী বিভাগ জোনাল অফিসে। সারা দিন খোলা থাকে গ্রাহক সেবায়। আমরা আপনাদের বাসাই সেবা দিতে পৌছে যাবে। তিনি দেশের এই সংকটময় মুহুর্তে বাড়ির বাহিরে না গিয়ে ঘরে থাকার আহবান জানা।

অনলাইন ডেস্ক