শিবগঞ্জে ৩৩০ কেজি চালসহ মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান আটক
বগুড়ার শিবগঞ্জে কর্মহীনদের জন্য বরাদ্দ করা চাল চুরির অভিযোগে উপজেলায় মাঝিহট্ট ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাকে ৩৩০ কেজি চালসহ থানা পুলিশ আটক করে।
আটককৃত চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ। তিনি উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন অবসর প্রাপ্ত সাব-রেজিষ্ট্রার এসকেন্দার আলী সাহানার ছেলে । বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে চেয়ারম্যান এর বাড়ীর একটি গুদাম ঘর থেকে ৩৩০ কেজি চাল জব্দ করে। এ ঘটনায় তাৎক্ষনিক পুলিশ চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ এর জন্য শিবগঞ্জ থানা হেফাজতে রাখে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই চেয়ারম্যানের বাড়ীতে এ অভিযান চালিয়ে চালসহ তাকে আটক করা হয়েছে। এর পর থানা শিবগঞ্জ থানা পুলিশ জানতে পারে তার বাড়িতে আরো সরকারি ত্রাণের চাল রয়েছে। এর প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল কুদরত-ই-খোদা শুভ, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান ফোর্স সহ তার বাড়িতে অভিযান চালান। এরিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে

অনলাইন ডেস্ক