কাহালুতে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউ পি চেয়ারম্যান কামাল
করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির জরুরী ত্রাণ সামগ্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) বুধবার বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়নের বাড়ী বাড়ী গিয়ে ২’শ জন পরিবারের মাঝে পৌঁছে দিলেন অত্র ইউ পি চেয়ারম্যান আলমগীর আলম (কামাল)।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসারের প্রতিনিধি উপ-সহকারি কৃষি অফিসার মো. রাসেল মাহমুদ, একটি বাড়ী একটি খামারের প্রতিনিধি মাঠ কর্মী আব্দুল মালেক, জামগ্রাম ইউ পি সদস্য মাহফুজা, লক্ষী রাণী, রেজনু পারভীন, ইলিয়াস বাদল (উজ্জল), আব্দুস সামাদ, খোরশেদ আলম, মোশারফ হোসেন, বেলাল হোসেন, রেজাউল, হোসেন আলী, ইউনুস আলী, মোজাহার আলী প্রমূখ।

অনলাইন ডেস্ক