নন্দীগ্রামে ধান পাকতে শুরু করেছে কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষক
শস্য ভান্ডার হিসাবে খ্যাত বগুড়ার নন্দীগ্রামের বিভিন্ন মাঠে পাকতে শুরু করেছে সোনালী ধান। ফসল কেটে ঘরে তোলার অপেক্ষার প্রহর গুনছেন উপজেলার কৃষকরা।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলায় ২০হাজার ১৫৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ হয়েছে। মাঠে আগাম জাতের ধান পাকতে শুরু করেছে। তবে দুশ্চিন্তায় ঘুম নেই কৃষকদের। ঘুম কেড়ে নিয়েছে করোনা ভাইরাস, অঘোষিত লকডাউন যত দীর্ঘয়িত হচ্ছে, ততই কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ধান কেটে ঘরে তোলার শ্রমিক কোথায় পাবেন এই নিয়েই তারা চিন্তায় পড়েছে। একদিকে নগদ টাকা না থাকায় জমিতে ঠিকমত সেচ দিতে পারছেনা তারা,অন্যদিকে করোনা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হওয়ার আশঙ্কায় ধান কাটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
কৃষকরা জানান, কয়েকদিন পরই ধান কাটা শুরু হবে ফসল ভালো হওয়াতে কৃষকরা খুশি তারপরেও চিন্তায় ঘুম নেই। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে কৃষক-শ্রমিকসহ সবাই ঘরমুখো, ফসল ঘরে তুলতে শ্রমিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা পাশাপাশি আবহাওয়ার বিরুপ আচরণের আশঙ্কাও রয়েছে।
উপজেলার রিধইল গ্রামের কৃষক সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি এই প্রতিনিধিকে বলেন, আমি এ বছর ৩০ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। মনটা খুব আনন্দে ছিল ফলন ও ভালো হয়েছে এরই মধ্যেই দেখা দিলো মৃত্যু গ্রাশি করোনা এক সপ্তাহ পরই শুরু হবে ধান কাটা মাড়ার কাজ। কিন্ত ধান কাটার শ্রমিক কোথায় পাবো, রংপুর জেলা থেকে প্রতি বছর শ্রমিক আসে কিন্তু তারা এবার আসতে চাইছেনা ধান ঘরে তুলবো কি করে এসব চিন্তায় রাতে ঘুম হয় না।
উপজেলা কৃষি অফিসার মো: আদনান বাবু জানান, ভর্তুকি মূল্যে ধান কাটার (কম্বাইন্ড হারভেস্টার)যন্ত্র কৃষকদের দেওয়া হচ্ছে। এতে করে কিছু শ্রমিক সংকট কমবে, এছাড়া শ্রমিক যেন আসা যাওয়া করতে পারে এ নির্দেশনা অল্প দিনেই পাবো। শ্রমিক সংকট নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।

নন্দীগ্রাম বগুড়া থেকে মো: ফজলুর রহমান: