সরকারি চাল চুরি করে বিক্রি, ডিলারসহ তিনজনের জরিমানা
রাজবাড়ীতে ১০ টাকা কেজির চাল কার্ডধারীকে না দিয়ে চুরি করে অন্যত্র বেচার অভিযোগে এক ডিলার ও দুই ক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে সিংগা নিজাতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে ছোরাপ শেখ নামে এক ডিলারকে ৩০ হাজার টাকা এবং দুই ক্রেতাকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
দুপুরে খবর পেয়ে আমি সিংগা নিজাতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাই। এ সময় দোকানি শহিদ খাঁনকে সরকারি চালের বস্তা চড়া দামে এক হতদরিদ্র নারীর কাছে বিক্রি করার সময় হাতেনাতে ধরা হয় এবং চালের বস্তাটি জব্দ করা হয়। একইসাথে ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদের অপব্যবহার করার দায়ে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২-এর ৩৯ ধারা অনুযায়ী ডিলার ছোরাপ শেখকে ৩০ হাজার, ক্রেতা ছলিম সরদারকে ৩ হাজার ও দোকানি শহিদ খাঁনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এই ডিলার কালোবাজারে আরো চাল বিক্রি করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভ্রম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনলাইন ডেস্ক