নন্দীগ্রামে আ’লীগের ত্রাণ কমিটি গঠন
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দুরুত্ব মেনে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন করা হয়েছে। সারা দেশে ত্রাণ বিতরণের জন্য ওয়ার্ড পর্যায় পর্যন্ত ত্রাণ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ নির্দেশনা পেয়ে গতকাল শুক্রবার বিকেলে পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা’র সঞ্চনলায় ত্রাণ কমিটি গঠন সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, আ’লীগ নেতা শফি উদ্দিন, আলী হাসান, মুকুল হোসেন, মখলেছুর রহমান, মোরশেদুল বারী, জুলফিকার আলী, কালিপদ রায়, একরাম হোসেন, সোহেল রানা, মিজানুর রহমান, নিকুঞ্জু কুমার,মুকতার হোসেন, তীর্থ সলিল রুদ্র, শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, কৃষকলীগের সাধারন সম্পাদক সাঈদ রায়হান মানিক, যুবলীগের সাধ্রান সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, তাতী লীগের সভাপতি আবু নোমান, সাধারন সম্পাদক তারেক মাহমুদ ডিউ, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, শুভ আহম্মেদ, মশিউর রহমান, সোহাগ প্রমূখ।
সভায় সর্বসন্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামকে আহবায়ক ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ত্রাণ কমিটি গঠন করা হয়ছে।
