সুনামগঞ্জে বজ্রাঘাতে ৪ যুবকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রাঘাতে আলাদা জায়গায় চার যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে জেলার শাল্লা, দিরাই ও জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাল্লা উপজেলার নারায়ণপুর গ্রামের শংকর সরকার (২৬), জগন্নাথপুর উপজেলার বাউধরণ গ্রামের শিপন মিয়া (৩২), দিরাই উপজেলায় হবিগঞ্জ জেলার তাপস মিয়া (৩৫) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রামের ফরিদ মিয়া (৩৫)।
জানা গেছে, এই চারজনের মধ্যে শাল্লা উপজেলার নারায়ণপুর গ্রামে শংকর মিয়া বাজারে যাওয়ার পথে, জগন্নাথপুর উপজেলার বাউধরণ গ্রামের কৈচাপরী এলাকার বাসিন্দা শিপন মিয়া ধান কাটার সময়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ফরিদ মিয়া গরু নিয়ে হাওর থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মারা যান। এছাড়া দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চিনাউরা হাওরে কাজ করতে আসা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উজেলার তাপস মিয়া বজ্রাঘাতে মারা যান।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনার পর কাশ মেঘলা দেখলে নিজের নিরাপত্তার জন্য নিরাপদ স্থানে অবস্থান করতে সুনামগঞ্জের কৃষক ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল আহাদ।

অনলাইন ডেস্ক