বাল্যবিয়ে করতে এসে জরিমানা
বাল্যবিয়ে করতে এসে জরিমানা হল বরযাত্রীর। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে বাল্যবিবাহ করতে আসা বরযাত্রীর দুই ব্যক্তির এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে শুক্রবার রাতে নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন চলছিল। বিয়ে করতে আসে শেরপুর উপজেলার কুসুম্বী গ্রামের মাহবুবুর রহমান।এ সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুরুল ইসলাম পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে গেলেও ধরা পড়েন বরযাত্রীর দুই ব্যক্তি। সম্পর্কে তারা বরের চাচা হন। বরযাত্রীর দুই ব্যক্তির এক হাজার টাকা জরিমানাসহ বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুরুল ইসলাম বলেন, বাল্যবিয়ে বন্ধ করে বরযাত্রীর দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না-এই মর্মে মুচলেকা নেওয়া হয়।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি