পঞ্চগড়ে ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তি করায় একজন আটক
পঞ্চগড়ে ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা:) সম্পর্কে কটুক্তি করায় রায়হান হুদা অমিত নামে একজনকে আটক করেছে পুলিশ।আজ শনিবার সকালে পৌরসভার মিঠাপুকুর এলাকায় তাকে তার বাসা থেকে আটক করা হয়। গত শুক্রবার করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন না মেনে মুসল্লিরা নামাজ পড়ায় তাদেরকে চোর আখ্যায়িত করা দরকার বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট দেয়। পরবর্তিতে বিভিন্ন কমেন্টের জবাবে সে মহানবী হযরত মোহাম্মদ (সা:) সমন্ধে অশ্লিল মন্তব্য করে। তার এই পোষ্টটি ভাইরাল হলে মহানবী হযরত মোহাম্মদ (সা:) সম্পর্কে কটুক্তি করার অপরাধে ফেসবুকে তাকে গ্রেপ্তার করে বিচারের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে আজ শনিবার সকালে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক অমিত ভজনপুর ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এন নূরুল হুদার ছেলে। সে রংপুর কারমাইকেল কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বর্তমানে তার আইডিটি ফেসবুকে পাওয়া যাচ্ছেনা। অভিযোগ উঠেছে এর আগেও ইসলাম ধর্মকে নিয়ে সে বিভিন্ন রকম ব্যাঙ্গাত্নক মুলক পোষ্ট দিত। এ নিয়ে তার বন্ধুরাও তাকে সাবধান করেছিলো।পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লিল ভাষায় কটুক্তি করায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা প্রক্রিয়া সম্পাদন হলে তাকে জেল হাজতে পাঠানো হবে।

পঞ্চগড় প্রতিনিধি