কাহালুতে ৫’শ ৬০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন
রোববার বগুড়ার কাহালু উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/২০২০-২১ এর ১ম ও ২য় পর্যায়ে উফশী আউশ ধান এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উপাৎদন বৃদ্ধির লক্ষ্যে কাহালু পৌরসভা সহ উপজেলার ৯টি ইউনিয়নের ৫’শ ৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার এবং ১০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
বিতরণের উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ) ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আখেরুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষণ, পাইকড় ইউ পি চেয়ারম্যন মো. মিটু চৌধুরী, কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমূখ।
অনুষ্ঠানে ১ম ও ২য় পর্যায়ে উফশী আউশ ধান উপাৎদনের জন্য ৫’শ ৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র প্রতিটি কৃষককে বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ডিএপি ২০ কেজি, এমএপি ১০ কেজি বিতরণ করা হয় এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উপাৎদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নের ১০ জন প্রান্তিক ও ক্ষুদ্র প্রতিটি কৃষককে বিনামূল্যে ২’শ গ্রাম পেঁয়াজ বীজ, ডিএপি ১০ কেজি, এমএপি ১০ কেজি বিতরণ করা হয় ।

কাহালু(বগুড়া) প্রতিনিধি