হিলিতে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪
দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী পৃথক অভিযানে ফেন্সিডিল নিয়ে ইউপি সদস্যসহ চার জনকে আটক করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহিম বাদশা (৪৮)। তিনি উপজেলার ডাকুনী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে ও একই এলাকার নারায়ণপুর গ্রামের তাহেরুল ইসলামের ছেলে জীবন মিয় (১৯), দিনাজপুর জেলার নবাবগঞ্জের পাকুরিয়া হলাইজানা গ্রামের আব্দুল মাজেদের ছেলে ইয়াকুব আলী (৩০) ও একই থানার দিঘীরত্নাপুর গ্রামের আনেছ আলীর ছেলে গোলাম আজম (২০)।
আজ রোববার বেলা ১১ টায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলা হাজতে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে থানার অফিসারসহ সঙ্গী ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ ইউপি সদস্য ও চার জনকে গ্রেপ্তার করি।

হিলি (দিনাজপুর)