গাইবান্ধায় করোনার উপসর্গ নিয়ে দুই যুবকের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গাইবান্ধা সদর উপজেলায় রশিদুল ইসলাম (৩২) ও ইউনুস আলী (২৮) নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সদর উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের ট্রলিচালক রশিদুল ইসলাম নামের এক যুবক আজ রোববার ভোরে তার নিজ বাড়িতে মারা যান।
এলাকাবাসী জানায়, রশিদুলের পাশের বাড়িতে মোমিনুল নামে এক যুবক কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে আসে। নারায়ণগঞ্জফেরত মোমিনুলের সাথে রশিদুলকে চলাফেরা করতে দেখেছে এলাকাবাসী। এরই এক পর্যায়ে রশিদুলের জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। আজ ভোরে রশিদুল মারা যায়।
অপরদিকে সদর উপজেলার গিদারী ইউনুস আলীর জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে মারা গেছেন।
সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, দুজনের মরদেহের নমুনা সংগ্রহ করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে মেডিকেল টিম পাঠানো হয়েছে। এছাড়া তাদের মরদেহ দাফনের জন্য জেলা করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বিশেষায়িত টিম পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই বাড়িসহ আশপাশের বাড়ি গুলো লকডাউন করা হয়েছে।

অনলাইন ডেস্ক