সৈয়দপুরে যানবাহন জীবানুমুক্ত করতে স্যানিটাইজার ক্যাম্পের উদ্বোধন
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবার নীলফামারীর সৈয়দপুরে সব ধরনের যানবাহন জীবাণুমুক্ত করতে স্যানিটাইজার ক্যাম্প স্থাপন করা হয়েছে। সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও সমাজসেবক মো.দিলনেওয়াজ খানের উদ্যোগে গতকাল সকালে শহরের প্রবেশমুখ বঙ্গবন্ধু সড়কের পার্বতীপুর রোড মোড়ে ওই স্যানিটাইজার ক্যাম্প স্থাপন করা হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল শহরের উল্লিখিত স্থানে এর স্যানিটাইজার ক্যাম্পের উদ্বোধন করেন । এ সময় সৈয়দপুর উপজেলা যুব লীগের আহবায়ক সমাজ সেবক মো. দিল নেওয়াজ খান, উর্দূভাষী ক্যাম্প কমিটির সভাপতি মাজিদ ইকবালসহ যুবলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
উদ্বোধনের পর পর সেখানে বিভিন্ন যানবাহনে জীবানু নাশক স্প্রে কার্যক্রম শুরু হয়। পরে একে একে সাইকেল রিকশা, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশাভ্যান, কার, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সকল যানবাহনে জীবানুনাশক স্প্রে করা হয়।
সৈয়দপুর উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক মো. সমাজসেবক মো. দিলনেওয়াজ খান বলেন, করোনাভাইরাসের সঙ্কটময় মূহুর্তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে সৈয়দপুর শহরে প্রবেশের মুখে সব ধরনের যানবাহনকে জীবানুমুক্ত করতে আজ থেকে স্যানিটাইজার ক্যাম্পের শুরু করা হলো। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, বর্তমানে প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও সমাজসেবক দিলনেওয়াজ খান জনগণের পাশে দাঁড়াতে গত ২৬ মার্চ থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন। এ সবের মধ্যে রয়েছে সচেতনতামূলক লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার, সাবান,ব্লিচিং পাউডার বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমসহ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান। আর তার এ সব কার্যক্রমে সার্বক্ষণিক সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী মো. নজরুল ইসলাম রয়েল।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: