বগুড়া শজিমেক হাসপাতালে করোনা শনাক্তের পরীক্ষা শুরু
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা শুরু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের তত্ত্ববধায়নে হবে করোনা পরীক্ষার কাজ।
ল্যাবসুত্রে জানাগেছে, একসাথে ৯৪টি নমুনা পরীক্ষা করা যাবে এই ল্যাবরেটরীতে। ফলাফল পেতে সময় লাগবে প্রায় ৬ ঘণ্টা। এতদিন বগুড়ার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হতো। এখন থেকে বগুড়াসহ আশেপাশের জেলার নমুনা পরীক্ষা করা যাবে এখানেই। জনবল সংকট থাকলেও পরীা করতে কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন শজিমেকের অধ্য ডা. রেজাউল আলম জুয়েল। এই পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সবার সুরা সরঞ্জাম পর্যাপ্ত আছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

অনলাইন ডেস্ক