কর্মচারীদের খাদ্যসামগ্রী দিলো হিলির ব্যবসায়ীরা
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন ব্যবসায়ী ও বৃত্তবান ব্যক্তিরা বিভিন্নভাবে সহযোগিতায় এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতার লক্ষ্যে দরিদ্র ও দুস্থ্য দোকান কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুরের হিলি বাজার ব্যবসায়ীরা।
করোনা ভাইরাস প্রতিরোধের আজ সোমবার বিকেল ৩ টায় ৩৬০ জন দরিদ্র ও দুস্থ্য কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।
হিলি খাসমহল হাট-বাজার কমিটির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান জানান, করোনাকে ঠেকাতে মানুষ এখন ঘরবন্দি অবস্থায় আবস্থান করছে। গত ২৬ মার্চ থেকে সকল দোকানপাট বন্ধ রয়েছে। দীর্ঘদিন দোকানপাট বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে কর্মচারীরা। দেখা দিয়েছে তাদের খাদ্য সংকট। তাই বাজার ব্যবসায়ী ও খাসমহল হাট-বাজার কমিটির সভাপতির উদ্যোগে ৩৬০ জন কর্মচারীদের মধ্যে ৪ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি আলু, ৫'শ গ্রাম ছোলা ও ৫'শ গ্রাম লবণ প্রদান করা হয়।
হিলি খাসমহল হাট-বাজার কমিটির সভাপতি ফজলুর রহমান বলেন, করোনার কারনে মানুষ আজ গৃহবন্দি। ঘর থেকে কেউ বাহির হচ্ছে না। বাজারে প্রায় ৩৬০ জন কর্মচারী রয়েছে। বাড়িতে তাদের কোন খাদ্য মজুদ নেই। অনেকই অনাহারে দিনাপাতি করছে। এই অসহায় কর্মচারীদের জন্য আমি ও বাজার ব্যবসায়ীরা মিলে ৩৬০ জন কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করি।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

অনলাইন ডেস্ক