রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ জনের জেল-জরিমানা
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে লক ডাউন অমান্য করার কারনে দু’জনকে তিন দিন করে জেল এবং বাল্য বিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরো ৯ জনকে মোট সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জেল- জরিমানা করেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
আদালত সুত্র জানায়,করোনা ভাইরাস রোধে চলমান লক ডাউন ভঙ্গ করে অবাধ চলা ফেরার কারনে রবিবার সন্ধ্যার পর উপজেলার বোহার গ্রামের বেলাল হোসেনের ছেলে জিল্লুর রহমান (৩২) ও কামতা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সারোয়ার (২২) কে তিন দিন করে জেল দেয়া হয়। অপর দিকে ওই রাতেই উপজেলার বড়গাছা গ্রামের আলাউদ্দীনের ছেলে সারোয়ার হোসেন মিঠু (৫৫) নাবালক মেয়ের বিয়ের আয়োজন করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চলমান নিষেধাজ্ঞা অমান্য করে বিনা প্রয়োজনে দোকান খুলে রাখা ও চলা ফেরা করার দায়ে আরো ৯ জনকে মোট সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি