ফরিদপুরে আরও একজন করোনাভাইরাস আক্রান্ত
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনা শনাক্তের প্রথম দিনে একজনের রেজাল্ট পজেটিভ হয়েছে। এই ল্যাবে প্রথম দিন পরীক্ষা হয়েছে ৫৭টি নমুনা।
এ পর্যন্ত জেলায় তিনটি উপজেলাতে পাঁচজন রোগীর করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে। এদের মধ্যে একজন নারী অন্য চারজন পুরুষ।
উপজেলাগুলো হলো, নগরকান্দায় তিন, বোয়ালমারী এক এবং চরভদ্রাসনে একজন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় পাঁচজনের করোনাভাইরাসের পরীক্ষার ফল পজেটিভ এসেছে।
তিনি বলেন, ফমেকের প্রথম দিন ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চরভদ্রাসন উপজেলার প্রথম করোনা রোগী শনাক্ত হলো।
চরভদ্রাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, উপজেলার সদর ইউপির বালিয়াডাঙ্গী গ্রামের মাহমুদুর হাসানের স্ত্রী মোমেনা জান্নাতের (২২) করোনা পরীক্ষায় পজেটিভ এসেছে।
আমরা ওই বাড়িসহ আশপাশের পাশের কয়েকটি বাড়িকে লকডাউন করেছি।
ইউএনও সাংবাদিকদের আরও জানান, জান্নাত ও তার স্বামী মাহমুদ গেল শুক্রবারের ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ফরিদপুরের তিন উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে । এর মধ্যে নগরকান্দায় তিনজন।
এ কারণে ওই উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। অন্যগুলো নজরদারিতে রাখা হয়েছে।

অনলাইন ডেস্ক