করোনা দূর্যোগ মোকাবেলা করতে হবে সচেতনতা দিয়ে: চেয়ারম্যান শফিক
মঙ্গলবার সকালে বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাজমিলুর রহমান তমালের উদ্যোগে কর্মহীন হয়েপড়া দুস্থ ও অসহায় ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বগুড়া শহরের সুবিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পৌর এলাকার ২নং ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ালীগের সাবেক প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা আল রাজী জুয়েল।
খাদ্য সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীম পোদ্দার, সাজ্জাদ আলম পারভেজ, সুবিল সেবা সংস্থার সভাপতি নজরুল ইসলাম, হুমায়ুন কবির বাদল,মিজানুর রহমান সাঈদ, মেহেদী হাসান, রুবেল, মোস্তালিন হাসান মিশাদ, নাহিদ হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান সফিক বলেন, মহান মুক্তিযুদ্ধের মত আমরা করোনা যুদ্ধেও বিজয় লাভ করব। করোনা দূর্যোগ মোকাবেলা করতে হবে সচেতনতা দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে তত দিন কেউ না খেয়ে মরবে না। সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিতে উদ্যোগ গ্রহন করেছেন। করোনা ভাইরাসের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। করোনা ভাইরাসের মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা মেনে জরুরী প্রয়োজন ছাড়া ঘরে অবস্থান করতে হবে।
পরিবারের সদস্যদের সুস্থতা নিশ্চিত করতে সচেতনতার বিকল্প নেই। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, মসুর ডাল, ছোলা বুট, তেল, লবণ, মিষ্টি কুমড়া, আলু, সাবান রয়েছে। বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাজমিলুর রহমান তমাল তার ব্যক্তিগত অর্থায়নে পূর্বেও অসহায় মানুষের কাজ করেছেন বলেও জানাগেছে।

বগুড়া প্রতিনিধি