শাজাহানপুরে বিএনপির পক্ষে কর্মহীনদের খাদ্য সহায়তা প্রদান
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ার শাজাহানপুরে কর্মহীনদের খাদ্য সহায়তা দিয়েছে বিএনপি।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় টেংগামাগুর ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও খরনা ইউনিয়ন বিএনপি’র প্রদত্ত এ খাদ্য সহায়তা দু’শতাধিক কর্মহীনদের হাতে তুলে দেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান অটল, খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জল, সাবেক সদস্য সচিব এনামুল হক স্বপন, বিএনপি নেতা রুহুল আমিন রঞ্জু, আবু বক্কর সিদ্দিক, মিজানুর রহমান মতিন কাজী, শফিকুল ইসলাম শফিক, আবুল কাসেম, আমিনুল, মোমিন, সাদ্দাম প্রমুখ।

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি: