সামাজিক দুরত্ব নেই হিলিতে টিসিবি’র পণ্য কিনতে ক্রেতাদের
সরকারী নির্দেশে করোনাকে প্রতিহত করতে মানুষ আজ ঘরবন্দি। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহির হচ্ছে না। সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রতিনিয়ত মাঠে প্রচরনা করছে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীসহ আনসার ব্যাটালিয়ন। লোক সমাগম ঠেকাতে স্থানীয় বাজারকে নেওয়া হয়েছে খোলা জায়গায়। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দরের হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি হওয়ায় টিসিবি’র পণ্য কিনতে ভীড় করছেন মানুষেরা। ফলে তারা লাইনে দাঁড়িয়ে ন্যায্যমুল্যে টিসিবির পন্য কিনছেন। তবে পণ্য কিনতে সামাজিক বা নিরাপদ দুরত্ব কোনোটাই না মেনে গায়ের সাথে গা লাগিয়ে কিনছেন এই ক্রেতারা।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিলারদের মাধ্যমে তেল, ডাল, চিনি, ছোলাবুট বিক্রি করা হচ্ছে।
টিসিবি’র স্থানীয় ডিলাররা জানান, বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ৫লিটার সয়াবিন তেল ৫২০ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে ক্রেতারা টিসিবি’র কেন্দ্র থেকে ওই তেল ৪০০ টাকায় কিনছেন। এছাড়া প্রতিটি পণ্যের কেজিতে ২০-৩০ টাকা কমে কিনতে পারছেন। প্রতিদিন দুইজন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

হিলি (দিনাজপুর)