সহস্রাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করলেন আ.লীগ সভাপতি মজনু
বগুড়ার শেরপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র সহস্রাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, সহকারি কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. গোলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার মো. রবিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনায় বিপর্যস্ত সহস্রাধিক হতদরিদ্র পরিবারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয় থেকে বরাদ্দ দেয়া এসব চাল বিতরণ করা হয়। এর আগে শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের দুস্থ মানুষের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। অত্র ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম সিপ্লবের সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. গোলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি