বগুড়ার শেরপুরে ক্লিনিকগুলোতে এমপি সিরাজের পিপিই প্রদান
বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ এমপির পক্ষ থেকে পিপিই প্রদান করা হয়েছে। মঙ্গলবার পৌরশহরের আল রাজী ক্লিনিকের সম্মেলন কক্ষে এসব পিপিই বিতরণ করা হয়।
এমপি সিরাজের ব্যক্তিগতভাবে দেয়া তাঁর পক্ষে উপজেলা বিএনপির আহবায়ক আলহা্বি শফিকুল আলম তোতা ও সদস্য সচিব শহিদুল ইসলাম কিনিক মালিক সমিতির নেতাদের কাছে পিপিইগুলো হস্তান্তর করেন। এসময় বিএনপি নেতাদের মধ্যে পিয়ার হোসেন পিয়ার, স্বাধীন কুমার কুণ্ডু, রফিকুল ইসলাম মিন্টু, ক্লিনিক মালিক সমিতির উপদেষ্ঠা মাহবুবার রহমান, সভাপতি মোস্তাফিজুর রহমান নিলু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, আপেল মাহমুদ, এমপির পিএস আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি