ফরিদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শহিদ শেখ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
আজ বেলা ১১টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ গ্রুপের সমর্থকদের সাথে স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরীর সমর্থকদের এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিগত কয়েক দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকদহ ইউনিয়নের লক্ষিপুর গ্রামে ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক শাহজাহান মিয়ার সাথে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ-এর সমর্থক আসলাম মোল্লার মাঝে বেশ কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়। এ ঘটনার পর স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় উভয়পক্ষ আর কোনো সংঘর্ষে জড়াবে না মর্মে মুচলেকা দেয়। কিন্তু মঙ্গলবার সকালে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শহিদ শেখ নামের একজন মারা যায়। তিনি কাজী জাফরউল্লাহ গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

অনলাইন ডেস্ক