এবার করোনায় আক্রান্ত কারারক্ষী
দেশের চিকিৎসক-পুলিশসহ বিভিন্ন পেশার মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনার পর এবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর করোনা পজিটিভ ধরা পরেছে। তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।কারা অধিদপ্তরের সহকারী কারা পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ওই কারারক্ষীর বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিভিন্ন অসুস্থ কয়েদীদের ডিউটি করতেন। আজ তার করোনা শনাক্ত হয়েছে। তার চিকিৎসা চলছে।’এর আগে মঙ্গলবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট ১১০ জনের মৃত্যু ও ৩ হাজার ৩৮২ জন আক্রান্ত হলেন।

নিজস্ব প্রতিবেদক