মুন্সীগঞ্জে আরও ৬ জনের করোনাভাইরাস শনাক্ত
মুন্সীগঞ্জে নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে। নতুন শনাক্তের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে শনাক্ত ৬ জনের মধ্যে সদর উপজেলার সিপাহীপাড়ায় এক নারীসহ ৩ জন। এদের বয়স যথাক্রমে (৬৫), (৪০) ও (৬৫) এবং হাতিমাড়া এলাকায় একজন নারী (৩৪)। এছাড়া শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় পুরুষ (৫৮) ও বেজগাঁও এলাকায় নারী (২৭) রয়েছেন।
তিনি আরও জানান, এ পর্যস্ত ঢাকার আইইডিসিআর-এ পাঠানো ৪৫৪ জনের নমুনার মধ্যে ৩৫৪ জনের নমুনার রিপোর্ট পেয়েছি। জেলায় করোনা শনাক্ত হলো মোট ৫৭ জন।

অনলাইন ডেস্ক