ফরিদপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নিহত এক
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে একজন। এ সময় আহত হয়েছেন উভয়পক্ষের সাত থেকে আটজন।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে আটটার সময় উপজেলার দাদপুরের এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, একই গ্রামের মনসুর মোল্লা (৬৫)।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দাদপুর গ্রামে ফজল খার ছেলে আবু বক্কর এবং ছলেমান মোল্লার ছেলে কিবরিয়া মোল্লার মধ্যে ক্রিকেট খেলা নিয়ে সন্ধ্যায় বিতর্ক হয়। এসময় ওই দুজনের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে।
পরে রাতে ফজল খার সমর্থকেরা ছলেমান মোল্লারদের ওপর হামলা করলে প্রতিবেশী মনসুর মোল্লা বিরোধ থামাতে গেলে মাথায় আঘাতপ্রাপ্ত হন। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত একটার দিকে তিনি মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক