যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে চীনের বিরুদ্ধে মামলা করলো মিসৌরি
চীনের ইচ্ছাকৃত প্রতারণার কারণে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস মহামারি। এমন অভিযোগ তুলে চীনের সরকার ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্য।
এর আগে করোনাভাইরাসের কারণে চীনের কাছে ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাসহ কয়েকটি রাজ্যে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা ব্যক্তি ও গোষ্ঠী পর্যায়ে হলেও এই প্রথম মার্কিন কোনও রাজ্য চীনের বিরুদ্ধে মামলা দায়ের করলো।
মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক ইশমিট বলেছেন, চীনের সরকার কভিড-19 এর ভয়াবহতা ও সংক্রামক বৈশিষ্ট্য নিয়ে বিশ্বের কাছে মিথ্যা বলেছে এবং এই রোগের বিস্তার রোধে খুব একটা সক্রিয়তা দেখায়নি। নিজেদের কর্মকাণ্ডের জন্য তাদের জবাব দিতে হবে।
এই মামলায় রাজ্যে প্রাণহানি, মানুষের দুর্ভোগ এবং অর্থনৈতিক অচলাবস্থার জন্য চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ইশমিট বলেন, মিসৌরির বাসিন্দাদের সম্ভবত কয়েকশ কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছে।
এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় নিজেদের ব্যর্থ বলতে রাজি নয় চীনের সরকার। যদিও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের নেতারা চীনের বিরুদ্ধে তথ্য গোপনের মতো বিভিন্ন অভিযোগ এনেছেন। এ বিষয়ে সবচেয়ে বেশি সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে মিসৌরির কর্মকর্তারা এই মামলাকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের মামলা খুব বেশি এগিয়ে নিতে যেতে পারবে না মিসৌরি। কারণ এ ধরনের ঘটনার ক্ষেত্রে মার্কিন আইনে বিদেশি সরকারকে দায়মুক্তি দেয়া হয়েছে।
উল্লেখ্য, চীন থেকে ছড়িয়ে পড়লেও করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আট লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে প্রায় ৪৫ হাজার মানুষের।
খবর বিবিসির।

অনলাইন ডেস্ক