প্রেমিকের বাড়ির সামনে ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা, স্বজনের দাবী হত্যা

বগুড়ার শাজাহানপুরে প্রেমিকের বাড়ির সামনে তেঁতুল গাছের ডালের সাথে গলায় রশি পেঁচিয়ে আব্দুল মমিন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। অপরদিকে হত্যার পর গাছে ঝুঁলিয়ে রাখা হয়েছে বলে দাবী করেছে স্বজনেরা।
আজ বুধবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত আব্দুল মমিন উপজেলা আড়িয়া ইউনিয়নের জামুন্না নতুনপাড়ার শহিদুল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে আব্দুল মমিনকে নিজবাড়ির অদূরে তেঁতুল গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। আব্দুল মমিন কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। তার মা-বাবা দু’জনই প্রতিবন্ধি। মা মমতাজ বেগম মানসিক প্রতিবন্ধি বাবা শহিদুল ইসলাম শারিরিক প্রতিবন্ধি। বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যেত্র বসবাস করেন। প্রতিবেশী আজিজুল হকের ৭ম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ের সাথে আব্দুল মমিনের প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার রাতে ওই মেয়ের গোপনে বিয়ে দিয়ে দেয় তার অভিভাবকেরা। একারণে আব্দুল মমিন আত্মহত্যা করতে পারে আবার তাকে হত্যা করে ঝুলিয়েও রাখতে পারে বলে জানান স্থানীয়রা।
নিহত আব্দুল মমিনের ফুপাতো ভাই আলম জানান, চার দিন আগে মেয়ের অভিভাবকের কাছে বিয়ের প্রস্তার নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারা করোনার কারণে বিয়ে দিতে রাজি হয়নি। অথচ গত সোমবার রাতে মেয়ের অভিভাবকেরা শেরপুর উপজেলার মহিপুর এলাকায় এক আত্মিয়ের বাড়িতে গোপনে মেয়ের বিয়ে সম্পন্ন করেন। এনিয়ে মেয়ের অভিভাবকের সাথে মমিনের দ্বন্দ হয়ে থাকতে পারে। যার কারণে তারা আব্দুল মমিনকে হত্যা করে গাছের সাথে ঝুঁলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
শাজাহানপুর থানার এসআই ওহিদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তেঁতুল গাছের ডালের সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।