খুলনায় করোনায় মৃত ব্যক্তির দুই শিশুসন্তানও আক্রান্ত

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মোবাইল সার্ভিসিং প্রকৌশলীর দুই শিশুসন্তানও করোনায় আক্রান্ত হয়েছে। আজ বুধবার তাঁর ১৪ বছরের বড় ছেলে ও ৩ বছরের ছোট ছেলের নমুনা পরীক্ষার পর তারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়।
রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার সকালে রূপসা উপজেলার ওই প্রকৌশলী করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এরপর গতকাল রাতে পরীক্ষার জন্য তাঁর ২ ছেলের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। আজ দুপুরে পরীক্ষার ফলাফলে তারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। ওই দুই শিশু বর্তমানে বাড়িতেই আছে।
আনিসুর রহমান আরও বলেন, ওই প্রকৌশলীর সংস্পর্শে আসা মোট ছয়জনের নমুনা গতকাল রাতে ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুজন করোনা পজিটিভ ও চারজনের ফলাফল নেগেটিভ। আজ মৃত ব্যক্তির স্ত্রীসহ তিনজনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রাতে ফলাফল জানা যেতে পারে।