শাজাহানপুরে ট্রাক চাপায় রিক্রাচালকের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাপায় আব্দুল হাকিম (৫৫) নামে এক রিক্রাচালকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।নিহত আব্দুল হাকিম উপজেলার সাজাপুর দারিকামারিপাড়ার মৃত ইছাহাক আলীর পুত্র।
স্বজনেরা জানান, আব্দুল হাকিম রিক্রা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত রবিবার ভোর ৬টার দিকে রিক্রা নিয়ে বাড়ি থেকে বের হয়ে বগুড়া শহরের উদ্যেশ্যে রওয়া হন। পথিমধ্যে উপজেলার সাজাপুর ফুলতলা ফটকি ব্রীজের কাছে পৌছা মাত্র দ্রুতগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সন্ধায় চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিনই ট্রাকটি (ঢাকা মেট্রো-ই-১১-২১৩৫) আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।