সিরাজগঞ্জে টিসিবির ১৮০ লিটার তেল উদ্ধার, আটক ৩

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়াও জজিরা বাজারে অভিযান চালিয়ে পুলিশ ১৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার ও তিন ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলেন-নাটুয়ারপাড়া ইউনিয়নের নুরুল ইসলাম (৪২), একই গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে নুরুল ইসলাম (৫৫) ও নিশ্চিন্তপুর ইউনিয়নের মৃত আজাহার শেখের ছেলে আবু হানিফ (৩০)।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মালি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে জজিরা বাজারে অভিযান চালিয়ে আবু হানিফের দোকান থেকে ৬০ লিটার, নাটুয়াপাড়া বাজারের নুরুল ইসলাম ও নুরুল ইসলাম নুরুর দোকানে অভিযান চালিয়ে আরও ১২০ লিটার তেল উদ্ধার করা হয়। এসময় তিন ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে জনগণকে সঠিক সেবা প্রদানের লক্ষ্যে দুর্নীতি বাজ ও চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।