চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাবিনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উথলী গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। করোনাভাইরাস পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
এ ঘটনায় ওই নারীর বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে জীবননগর থানা পুলিশ।
পুলিশ জানায়, জীবননগর উপজেলার উথলী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন (৪৪) চারদিন আগে বাবার বাড়ি যশোরে বেড়াতে যান। সেখানে থেকে ফিরে এসে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ ডায়রিয়ায় আক্রান্ত হন। এ অবস্থায় গতকাল বুধবার রাতে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি মেডিকেল টিম। পরে ওই এলাকার পাঁচটি বাড়ি লকডাউন করে দেয় পুলিশ। রাত তিনটায় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে ওই নারীর দাফন সম্পন্ন করা হয়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন জানান, মৃতদেহের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। আইইডিসিআর থেকে রিপোর্ট পাবার পর জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই নারীর বাড়ির আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই নারীকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।