মৌলভীবাজারে পুলিশ সদস্যসহ ২ জন করোনায় আক্রান্ত
মৌলভীবাজারের কুলাউড়ায় দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশ সদস্য।
বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, বুধবার রাত ১২টার দিকে তিনি এ তথ্য পেয়েছেন। এদের নমুনা পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হলে বুধবার রাতে তা পজিটিভ হিসেবে ধরা পড়ে।
তিনি জানান, ওই দুই জনসহ উনাদের সংস্পর্শে থাকা সবাইকে কয়োরেন্টিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এদের কেউই করোনা আক্রান্ত এলাকায় যাতায়াত করেননি বা প্রবাসীও নন। এরা কুলাউড়াতেই অবস্থান করছিলেন।

অনলাইন ডেস্ক