শাজাহানপুরে প্রথম করোনা রোগী সনাক্ত,১০ বাড়ি লকডাউন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। তিনি উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক পাড়ার ২৭ বছর বয়সি এক নারী। বর্তমানে তিনি হোম আইসোলশনে রয়েছেন এবং আশপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আক্রান্ত রোগীর স্বামী ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস বগুড়া এরিয়ার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। গ্রামের বাড়ি রাজশাহী মহনপুরের নওহাট গ্রাম। গত জানুয়ারী মাসে শাজাহানপুর উপজেলা রহিমাবাদ বি-ব্লক পাড়ার তালহা নীড় নামে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। ৪-৫ দিন আগে শরিরে জ্বর নিয়ে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে টেস্ট করান। গতরাতে পরিক্ষায় ওই নারী করোনা পজেটিভ ধরা পড়ে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতারব হোসেন জানান, করোনা পজেটিভ হওয়ার খবর পেয়ে সাথে সাথে বুধবার রাতে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত নারীকে হোম আইসোলশনে রাখা হয়েছে। পাশাপাশি আশপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। পরবর্তি ১৫দিন পর আবারো পরিক্ষা করে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। তবে আক্রান্ত নারীর স্বামী করোনা পজেটিভ নয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি