রৌমারীতে আরও একজনের করোনায় আক্রান্ত
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যাক্তির বাড়ি উপজেলার সদর ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার খাঁ পাড়ায়।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা.হাবিবুর রহমানের বরাত দিয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ মোমেনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত ব্যাক্তির বয়স ৩০ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে করোনা সংক্রমিত ব্যাক্তি সম্প্রতি ময়মনসিংহ থেকে বাড়িতে এসেছে।তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায় নি।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,উপজেলায় মোট ৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫৫ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে।এরমধ্যে ৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পরেছে।
কুড়িগ্রাম জেলায় মোট ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে রৌমারী উপজেলায় ৩ জন ফুলবাড়ী উপজেলায় ১ জন এবং কুড়িগ্রাম সদর উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজীবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি