নওগাঁয় এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত
নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক নার্স (২৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সিভিল সার্জন ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। করোনায় আক্রান্ত ওই নার্স রাণীনগর উপজেলার খাগড়া গ্রামের বাসিন্দা।
নওগাঁর সিভিল সার্জন আ. ম. আখতারুজ্জামান জানান, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওই নার্স গেল কয়েক দিন থেকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে রামেকে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রিপোর্ট হাতে আসে। পরীক্ষায় তার করোনা পজিটিভি আসে।

অনলাইন ডেস্ক